স্পোর্টস ডেস্কঃ তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়ের পর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পড়ল পেসার শরিফুল ইসলামের। বাংলাদেশের উঠতি এই তারকাকে খেলার প্রস্তাব দিয়েছে এলপিএলের দল কলম্বো স্ট্রাইকার্স। বিষয়টি দেশের একটি সংবাদ মাধ্যমকে শরিফুল নিজেই নিশ্চিত করেছেন।
এদিকে তাসকিনকে দলে নিতে চায় ডাম্বুলা আউরা এবং হৃদয়কে প্রস্তাব দিয়েছে জাফনা কিংস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষায় আছেন তারা। জানা গেছে, বিসিবি থেকে অনুমতি পেলে লঙ্কায় পাড়ি জমাবেন জাতীয় দলের এই ক্রিকেটাররা।
আগামী এশিয়া কাপের আগে টাইগারদের আর কোনো আন্তর্জাতিক সূচি নেই। এর ফাঁকে তাসকিন-শরিফুলকে দেখা যেতে পারে এলপিএলে। লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু হবে আগামী ৩০ জুলাই। শেষ হবে ২০ আগস্ট। এসময় বাংলাদেশ জাতীয় দলের কোনো ম্যাচ নেই। তবে এ মাসের শেষের দিকে ২৬-২৮ জন ক্রিকেটার নিয়ে ক্যাম্প শুরু করবে বিসিবি।
অনুশীলন ক্যাম্প থেকে বাংলাদেশের এশিয়া কাপ ও বিশ্বকাপের চূড়ান্ত দল গঠন করা হবে। সেখানে নিশ্চিতভাবে থাকার কথা এই তিনজনেরও। তবে এখন বোর্ড সিদ্ধান্ত দেবে তারা ক্যাম্পে থাকবে নাকি শ্রীলঙ্কায় যাবে ফ্র্যাঞ্চাইজি লিগটি খেলতে। এর আগে বিদেশী লিগে খেলার অভিজ্ঞতা নেই শরিফুল-হৃদয়ের। তাসকিন চলমান জিম আফ্রো টি-টেন লিগে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post