স্পোর্টস ডেস্ক:: ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ফুটবল রাজার এক জীবনে ক্লাব ফুটবলে অপূর্ণ নেই কিছুই। অনেক শিরোপা জিতেছেন, ব্যালন ডি’অরও ধরা দিয়েছে তার হাতে। ক্লাব ফুটবলে খেলেছে সর্বোচ্চ পর্যায়ে।
ফুটবলে ইউরোপের অধ্যায় শেষ করে এবার তিনি এশিয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুুতি নিচ্ছেন। এশিয়ার দেশ সৌদী আরবে পাড়ি দিয়েছেন ক্লাব ফুটবলে। আল নাসের ক্লাব দূরের তারকাকে কাছে পেয়েছে বিপুল অর্থ ব্যয়ে। প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্রিস্টিয়ানো রোনালদো এখন আল নাসেরের।
ফুটবল দুনিয়ার সেরা তারকাদের একজন ইউরোপের বড় মঞ্চ ছেড়ে হঠাৎ কেন এশিয়ায় আসলেন? সেটা নিয়েই চলছে আলোচনা-সমালোচনা। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় কি তিনি বড় প্রতিযোগিতা থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন এমন প্রশ্নও উঠেছে।
তবে সিআর সেভেন জানালেন, তার সব কিছুই জয় হয়েছে। জীবনের খাতায় বাকী তেমন কিছুই। ইউরোপ ছেড়ে তিনি তাই এখন এশিয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুুত। রোনালদো বলেন, ‘আমি ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাবগুলোতে খেলেছি, সবকিছুই জিতেছি। ওই অধ্যায়টা শেষ। এবার এশিয়ায় আমার চ্যালেঞ্জ নেওয়ার পালা।’
আল নাসেরে যোগ দিয়ে প্রথম সংবাদ সম্মেলনে ক্রিষ্টিয়ানো রোনালদো বলেন, ‘ইউরোপে খেলার অনেক সুযোগ ছিলো আমার। ব্রাজিল, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এমন কি পর্তুগাল থেকেও প্রস্তাব এসেছিলো। তারা আমাকে সাইন করাতে চেয়ে ছিল, কিন্তুু এই ক্লাবকে (আল নাসের) আমি কথা দিয়ে ছিলাম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post