স্পোর্টস ডেস্ক:: আবারো ডেরিল মিচেলের সেঞ্চুরি। তার সেঞ্চুরির জবাবে এবার আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফখর জামানের একাই ১৮০ রান। তাতেই ৬৭৩ রানের ম্যাচ জিতে নিলো পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিক পাকিস্তান।
আগে ব্যাট করা নিউজিল্যান্ড মিচেলের সেঞ্চুরি, টম লাথামের ৯৮ রানে ৩৩৬ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান ফখর জামানের ১৮০ রানে মাত্র তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে।
রাওয়াল পিন্ডিতে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ডেরিল ম্যাচের সেঞ্চুরি ও টম লাথামের দুই রানের আক্ষেপের ম্যাচে ৫ উইকেটে ৩৩৬ রান তুলে। পাকিস্তানী বোলারদের শাসন করে মিচেল টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। ১১৯ বলে ১২৯ রানের ইনিংসে আট চার ও তিন ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেঞ্চুরি মিস করা অধিনায়ক লাথাম ৯৮ রানে কাটা পড়েছেন। ৮৫ বলের ইনিংস সাজিয়েছেন আট চারের সঙ্গে এক ছক্কায়। এছাড়াও সাত চারে ৫১ বলে ৫১ রান করেছেন।
পাকিস্তানের হয়ে হারিস রউফ ৪টি ও নাসিম শাহ ১টি উইকেট লাভ করেছেন।
৩৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা পাকিস্তানকে একাই জিতিয়ে দেন ফখর জামান। তার ১৮০ রানের নান্দনিক এক ইনিংসে স্বাগতিকরা ১০ বল হাতে রেখে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়। ১৭ টি চার ও ছয়টি বিশাল ছক্কায় ১৪৪ বলে ‘ডাবল সেঞ্চুরি’ থেকে মাত্র ২০ রান দুরে থামেন পাক ওপেনার।
স্বাগতিক অধিনায়ক বাবর আজমও করেছেন হাফ সেঞ্চুরি। ৬৬ বলে ৬৫ রান করেছেন পাঁচ চার ও এক ছক্কায়। কম যাননি মোহাম্মদ রিজওয়ান। হাফ সেঞ্চুরি করে জয় নিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ছয় চারে ৪১ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি।
নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধী ও ম্যাট হেনরিরা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post