স্পোর্টস ডেস্ক:: ঢাকা প্রিমিয়ার লিগ খেলা চলাকালে বিকেএসপিতে অসুস্থ হয়ে ছিলেন তামিম ইকবাল। এবার বিকেএসপিতে ডিপিএলে আম্পায়ারিং করার সময় অসুস্থ হয়েছে আম্পায়ার গাজী সোহেল। বুধবার বিকেএসপিতে মোহামেডান স্পোটিং ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অনফিল্ড আম্পায়ার ছিলেন গাজী সোহেল।
সকালে ম্যাচের টসের পরপরই অসুস্থ অনুভব করেন তিনি। মাঠেই কিছুটা বিশ্রাম নেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় মোহামেডান ও অগ্রণী ব্যাংকের ম্যাচ রেফারি দেবব্রত পাল আম্পায়ার গাজী সোহেলকে অ্যাম্বুলেন্সে করে বিকেএসপির মেডিকেল সেন্টারে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
এর আগে বিকেএসপির একই মাঠে ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হার্ট অ্যাটাক করেন তিনি। পরপর দু’বার হার্ট অ্যাটাকে জীবন মৃত্যুর সন্ধীক্ষণে চলে যান। তার হার্টে পরানো হয় রিং। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন এই ক্রিকেটার। এবার ডিপিএল ম্যাচে একই মাঠে আম্পায়ার অসুস্থের ঘটনা ঘটলো।
গাজী সোহেল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তার জায়গায় অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন শরফুদ্দিন আহমেদ। তিনি ওই ম্যাচের চতুর্থ আম্পায়ার ছিলেন। এই ম্যাচে আরেক অনফিল্ড আম্পাার হিসেবে আছেন হাবিবুর রহমান।
জানা যায়, টসের পর সোহেল হঠাৎ মাথা ঘোরার কথা বলেন এবং কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন। চিকিৎসক সামির উল্লাহ সাংবাদিকদের জানান, ‘রাতে ঘুম না হওয়ায় দুর্বলতা অনুভব করছিলেন তিনি। ব্লাড প্রেশার স্বাভাবিক থাকলেও হার্টরেট কিছুটা বেড়ে গেছে। এখন বিশ্রামে আছেন, পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করছি, শিগগিরই ছাড়পত্র দেওয়া যাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০