স্পোর্টস ডেস্ক:: ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা। সুযোগ পেলেই কেউ কাউকে ‘ছোট’ করতে ছাড়ে না। পাকিস্তানকে নিয়ে ভারতের আলোচিত বিজ্ঞাপন ‘মওকা’, ‘মওকা’ তৈরির পর এই রেশ যেনো আরো বেড়েছে। দুই দেশ সুযোগ পেলে একজন আরেকজনকে খোঁচা দিতে মিস করে না।
এবার দুই দেশের স্টেডিয়ামের ফ্লাড লাইট নিভে যাওয়া নিয়ে চলছে খোঁচাখুচি। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ চলাকালে নিভে গিয়েছিলো ফ্লাড লাইট। সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন ভারতীয়রা। বেশ মজা নিয়েছেন পাকিস্তানীদেরকে নিয়ে।
এবার এক দিন যেতে না যেতেই ভারতের সাথেও ঘটলো এমন ঘটনা। পাকিস্তানীরা তাই ভারতকে নিয়েও করছেন মজা। ঘটনার শুরু গত শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের মাঝখানে ফ্লাডলাইটের আলো নিভে যাওয়ার পর থেকে। সেদিন পাকিস্তানের স্টেডিয়াম ও পিসিবিকে নিয়ে বেশ মজা করেন ভারতীয়রা।
একদিন পরই ভারতের কটকের বরবাটি স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে ইংল্যান্ডের ম্যাচ চলাকালে ফ্লাডলাইট নিভে যায়। এরপর পাকিস্তানীরাও ভারতকে নিয়ে মজা নিতে শুরু করেছেন। ভারতের ঘটনাটি ঘটে ম্যাচের সপ্তম ওভারের সময়। ভারত তখন ব্যাট করছিলো। তখনই স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলো ধীরে ধীরে কমতে থাকে, এক পর্যায়ে আলো বন্ধ হয়ে যায়।
কারিগরি ত্রুটি সারিয়ে ফ্লাডলাইট জ্বালাতে জ্বালাতে প্রায় আধঘন্টার মতো সময় লেগে যায়। ম্যাচ থাকে বন্ধ। এমন ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। পাকিস্তানের কিছু সমর্থক এটাকে অবহিত করেন ভারতের ‘কর্মফল’ হিসেবে। প্রশ্ন তুলেন ভারতের ওই ভেন্যু নিয়ে। একজন চীনকে টেনে এনে খোঁচা দিয়ে লিখেন ‘আমরা কি চীন থেকে কিছু ফ্লাডলাইট এনে দেব?’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০