স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে নেমেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। প্রভিডেন্সে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এর আগে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচের টস।
সেই টস জিতেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নেমেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত।
এই ম্যাচে দুই দলের একাদশেই এসেছে পরিবর্তন। এর মধ্যে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের একাদশ থেকে ছিটকে গেছেন জেসন হোল্ডার। তার পরিবর্তে রোস্টন চেজ একাদশে এসেছেন।
এদিকে ভারতের একাদশে দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন ঈশান কিষাণ ও রবি বিষ্ণুই। তাদের পরিবর্তে একাদশে এসেছেন কুলদীপ যাদব ও যশস্বী জয়সুয়াল। জয়সুয়ালের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়ে। এর আগে এই চলমান ক্যারিবিয়ান সফরেই টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়ে তার।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ক্যারিবিয়ানরা সিরিজ নিশ্চিত করতে চায় এই ম্যাচে জয় দিয়ে। অপরদিকে পাঁচ ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। আর সেটা করতে হলে, এই ম্যাচে জয়ের বিকল্প নেই দলটির সামনে।
উইন্ডিজ একাদশ
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, আকিল হোসেইন, আলঝারি জোসেপ ও ওবেদ ম্যাকয়।
ভারত একাদশ
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), যশস্বী জয়সুয়াল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, অর্ষদীপ সিং, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও মুকেশ কুমার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post