নিজস্ব প্রতিবেদক:: প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টস হেরে ছিলেন মাশরাফী। আগে ব্যাট করতে নেমে অলআউট হয়েছিলেন অল্পতে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও রংপুরের সােহানের কাছে টস হারলেন তিনি।
রাইডার্স অধিনায়ক নুুরুল হাসান সোহান টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম কোয়ালিফায়ারের মতো দ্বিতীয় কোয়ালিফায়ারেও আগে ব্যাট করতে হবে মুশফিক-শান্তদের।
ফাইনাল খেলতে হলে আজকের ম্যাচ জিততে হবেই। দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার কাছে হেরে যাওয়ায় সিলেট স্ট্রাইকার্সের সামনে আজই শেষ সুযোগ। এলিমিনেটর ম্যাচে সাকিবের বরিশালকে বিপিএল থেকে বিদায় করে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলছে সোহানের রংপুর রাইডার্স।
দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। কোয়ালিফায়ার ম্যাচের জন্য দুই দলই ইংল্যান্ড থেকে উড়িয়ে এনেছে দুই ইংলিশ ক্রিকেটারকে। সিলেটের একাদশে লুক উড ও রংপুরের একাদশে স্যাম বিলিংস।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, লুক উড, থিসারা পেরেরা, রুবেল হোসেন ও তানজীম হাসান সাকিব।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), রনি তালুকদার, শামীম হোসেন, স্যাম বিলিংস, নিকোলাস পুরান, দাসুন শানাকা, ডোয়াইন ব্র্যাভো, হাসান মাহমুদ, রাকিবুল হাসান, মেহদী হাসান ও রবিউল হক।
এসএনপিস্পোর্টসটোটয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post