স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বেড়ে গেল বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা। এলপিএলে এবার নাম লিখিয়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। এই বাঁহাতি তারকাকে দলে নিয়েছেন ক্যান্ডি ফ্যালকনস। প্লেয়ার্স ড্রাফটে দল না পেলেও আসর শুরুর পর শরিফুলকে নিজেদের ঢেরায় ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মূলত ক্যান্ডি ফ্যালকনসের দলে ছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আলি। আর তার পরিবর্তেই শরিফুল ইসলামকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বুধবারই এলপিএল খেলতে লঙ্কা দ্বীপে উড়াল দেওয়ার কথা রয়েছে এই পেসারের। শরিফুলের অন্তর্ভুক্তিতে এলপিএলে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল চারে। শরিফুল ছাড়াও মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও তাসকিন আহমেদ খেলছেন এলপিএলে।
আসরে ইতিমধ্যেই দুটি ম্যাচে খেলে ফেলেছে শরিফুলের দল ক্যান্ডি ফ্যালকনস। এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে ওয়ানিন্দু হাসারাঙ্গার নেতৃত্বাধীন দলটি। বেশ তারকাবহুল এই দল। যেখানে আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, চতুরঙ্গা ডি সিলভা, দুশমন্ত চামিরা, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ হারিস, আন্দ্রে ফ্লেচারদের মতো ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post