স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন তাসকিন আহমেদ। চলমান নিলামে ভিত্তিমূল্য ৫০ হাজার মার্কিন ডলার দিয়ে টাইগার পেসারকে দলে ভিড়িয়েছে কলম্বো স্ট্রাইকার্স। ৫০ হাজার ডলার ভিত্তিমূল্যে তাসকিনের নাম নিলামে উঠার পরপরই সবার আগে বিড করে কলম্বো স্ট্রাইকার্স। তবে এই ফ্র্যাঞ্চাইজি ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখায়নি। যার ফলে বাড়েনি তাসকিনের মূল্য, কলম্বোর ঢেরাতেই চলে যান তিনি।
ক্যারিয়ারে ১৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তাসকিন। ডানহাতি এই পেসার ১৫২ ইনিংসে বল করে শিকার করেছেন ১৮৩ উইকেট। ৭.৯৪ ইকোনোমি রেট আর ১৭.৫ স্ট্রাইক রেট। ৩১ রানে ৫ উইকেট শিকার, তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।
সব ঠিক থাকলে মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই পেসার খেলতে যাচ্ছেন এবারের এলপিএল। এর আগে মুস্তাফিজুর রহমানকে প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে বিদেশি আইকন হিসেবে দলে ভেড়ায় ডাম্বুলা থান্ডার্স।
এদিকে নিলামে নাম উঠলেও, কেউ দলে ডাকেনি লিটন দাস ও মুশফিকুর রহিমকে। তারা অবিক্রীত থেকে গেছেন। লিটন দাসের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার মার্কিন ডলার। আর মুশফিকুর রহিমের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার মার্কিন ডলার। এই তিন জন ছাড়াও আরও বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠার কথা রয়েছে প্লেয়ার্স ড্রাফটে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post