স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত। মঙ্গলবার ঘোষিত দলে নেই কোনো বড় চমক। সূর্যকুমার যাদব কুলদীপ যাদব ও শার্দুল ঠাকুরকে জায়গা দেওয়া হয়েছে। চলতি এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা।
ইনজুরির কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে না পারা লোকেশ রাহুলকে দলে রেখেছে ভারত। তবে এই দলে নেই রবিচন্দ্রন অশ্বিন ও যুঝবেন্দ্র চাহাল। ১৫ জনের দলে রয়েছেন পাঁচজন ব্যাটার, দু’জন উইকেটরক্ষক-ব্যাটার, চারজন অলরাউন্ডার, তিনজন পেস বোলার এবং একজন স্পিনার।
চলতি এশিয়া কাপ শুরুর আগে গ্রুপ পর্ব থেকে ছিটকে যান রাহুল। গত আইপিএলে পাওয়া চোটের কারণে দীর্ঘদিন থেকে মাঠের বাইরে তিনি। পূর্ণ ফিট না হওয়ায় পাকিস্তান ও নেপাল ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে ধারনা করা হচ্ছে এশিয়া কাপের সুপার ফোরে মাঠে দেখা যেতে পারে এই উইকেটকিপার ব্যাটারকে। সুপার ফোরে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কা।
এদিকে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। ফর্মে থাকা উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষাকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে। সঞ্জুর লড়াই ছিল মূলত তার সঙ্গে। বাঁহাতি আগ্রাসী ব্যাটারকেই বেছে নিয়েছেন রোহিত- দ্রাবিড়রা। ব্যাটার হিসাবে রোহিত ছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব।
চার জন অলরাউন্ডারকে রাখা হয়েছে ভারতের বিশ্বকাপ দলে। তারা হলেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল এবং শার্দুল ঠাকুর। পেসারদের মধ্যে আছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ। স্পিনার হিসাবে রয়েছেন কুলদীপ যাদব। এছাড়া অলরাউন্ডার কোটায় ডাক পাওয়া জাদেজা-পাটেলও স্পিনে কাবু করতে পারেন প্রতিপক্ষ ব্যাটারদের।
বিশ্বকাপের জন্য ভারতের দল-
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর ও সুর্যকুমার যাদব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post