নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে দলে প্রথম দিকে থাকলেও শেষ পর্যন্ত ছিটকে যান বাংলাদেশের তারকা পেসার এবাদত হোসেন। এরপর ইংল্যান্ডের হাসপাতালে চিকিৎসা করাতে হয় তাঁকে। ফলে ছিটকে যান আসন্ন বিশ্বকাপ থেকে। এবার জানা গেল আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলা হচ্ছে না এবাদতের।
গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ পায়ে চোট পেয়েছিলেন এবাদত। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন। তবে প্রাথমিক পর্যবেক্ষণের পর জানানো হয়েছিল চোট গুরুতর নয়। এরপর চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের ভাবনায় এবাদতকে ইংল্যান্ডে পাঠায়।
গত ৩০ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার হয় এবাদতের। জানা গেছে, তাঁর পুনর্বাসনের জন্য কমপক্ষে ৬ মাস সময় লাগতে পারে। ফলে তার বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা নেই। এবার ছিটকে গেলেন বিপিএল থেকেও। লন্ডনে চিকিৎসা শেষ করে এবাদত গত ১৩ সেপ্টেম্বর দেশে ফিরেন। বর্তমানে তিনি পুনর্বাসক প্রক্রিয়া আছেন।
গত এক বছরে ওয়ানডে বাংলাদেশের বোলারদের মধ্যে তার পারফরম্যান্স ছিল সবচেয়ে উজ্জ্বল। এই সময়ে ১২ ম্যাচ খেলে সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন তিনি। এবাদতকে হারানো বড় ধাক্কা বাংলাদেশের। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে তাঁকে ছাড়া খানিকটা বেগ পেতে হতে পারে টাইগারদের। এছাড়া বিপিএলের মঞ্চেও তাঁকে পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। গত আসরেও এই প্রতিযোগিতায় দারুণ বোলিং করেন ডানহাতি পেসার এবাদত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post