স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ শুরুর দুই ম্যাচে কেএল রাহুলকে পাবে না ভারত। দলটি প্রধান কোচ রাহুল দ্রাবিঢ় সংবাদ সম্মেলনে এই উইকেটকিপার ব্যাটারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা রাহুল এশিয়া কাপ দিয়ে ফেরার অপেক্ষায় ছিলেন। তবে এখনই ফেরা হচ্ছে না তাঁর। অর্থাৎ নেপাল ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁকে পাবে না ভারত।
বিসিসিআই এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘রাহুল দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এশিয়া কাপে পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি।’ এদিকে সংবাদ সম্মেলন ভারত কোচ বলেন, ‘রাহুল আপাতত এশিয়া কাপ খেলতে যাচ্ছে না। প্রথম দুটো ম্যাচ খেলতে পারবে না সে। জাতীয় ক্রিকেট একাডেমিতেই থাকবে। সুপার ফোরের ম্যাচের আগে দেখা হবে সে সুস্থ কি না। সেই অনুযায়ী দলে নেওয়া হবে তাকে।’
গত আইপিএলের সময় চোটে পড়েন রাহুল। ফলে দীর্ঘদিন থেকে তিনি ক্রিকেটের বাইরে ছিলেন। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে চোট সারানোর প্রক্রিয়ায় ছিলেন তিনি। তবে ম্যাচ খেলার জন্য এখনই পূর্ণ ফিট নন তিনি। সংবাদ সম্মেলনে আজ এমনটাই জানিয়েছেন দ্রাবিঢ়।
এশিয়া কাপের জন্য ঘোষিত ভারত দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি , মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ ও সঞ্জু স্যামসন (ব্যাক-আপ ক্রিকেটার)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post