স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানকে বিদায় করে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা। আগামীকাল ভারতের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে লঙ্কানরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের সেরা বোলার মাহিশ থিকশাকাকে পাচ্ছে না তারা। চোটের কারণে ফাইনাল থেকে ছিটকে গেছেন এই স্পিনার। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে তাঁর ছিকটে যাওয়ার খবর নিশ্চিত করেছে।
থিকশানা ছিটকে পড়ায় তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে সাহান আরাচ্চিগেকে। ফাইনালের জন্য শ্রীলঙ্কা দলে ডাক পাওয়া এই ক্রিকেটার ডানহাতি অফ ব্রেক বোলিংয়ের পাশাপাশি টপ অর্ডারে বাঁহাতি ব্যাটিং করে থাকেন।এপর্যন্ত শ্রীলঙ্কার পক্ষে দুইটি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েই হাঁকিয়েছেন হাফ-সেঞ্চুরি (৫৭ রান)। বল হাতে ৫ ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে নিয়েছেন একটি উইকেট।
চলতি এশিয়া কাপে বল হাতে থিকশানা ৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় সাতে আছেন। এদিকে ফাইনাল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন শ্রীলঙ্কার প্রতিপক্ষ ভারতের এক ক্রিকেটারও। শুক্রবার রাতে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন দলটির অলরাউন্ডার অক্ষর পাটেল। ভারতের এই ক্রিকেটার ফাইনালে অনিশ্চিত। ইতোমধ্যে তাঁর বদলি ফাইনালের জন্য ভারত দলে যোগ দিয়েছেন ওয়াশিংটন সুন্দর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post