স্পোর্টস ডেস্কঃ সোনা জয়ের লক্ষ্যে এশিয়ান গেমসে যাওয়া বাংলাদেশ পেলো ব্রোঞ্জ পদক। শনিবার ব্রোঞ্জ পদক লড়াইয়ের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সকালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ।
হাংঝুতে আজ বৃষ্টির কারণে ৫ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ১ উইকেটে ৪৮ রান করে পাকিস্তান। রান তাড়ায় ইয়াসির আলী রাব্বির ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় পায় বাংলাদেশ। শেষ বলে বাউন্ডারি মেরে জয় এনে দেন রকিবুল হাসান।
এবারের এশিয়ান গেমসে এটি বাংলাদেশের দ্বিতীয় ব্রোঞ্জ জয়। আগের ব্রোঞ্জও এসেছে ক্রিকেট থেকে। সেটি জিতেছে নারী ক্রিকেট দল। আজ টস হেরে আগে ব্যাট করে মির্জা বাইগের ১৮ বলে ৩২ ও খুশদিল শাহর ১০ বলে ১৪ রানে ৪৮ রানের পুঁজি পায় পাকিস্তান।
বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৫। রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার জাকির হাসানের উইকেট হারায় বাংলাদেশ। বাঁহাতি এই ব্যাটারের দেখানো পথে হাঁটেন অধিনায়ক সাইফ হাসানও। ১১ বলে ২০ রান করে আউট হয়েছেন আফিফ হোসেন।
ইয়াসির শেষ ওভারে মারকুটে ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান। জিততে হলে বাংলাদেশের সামনে ছিল ২০ রানের সমীকরণ। দুই ছক্কা আর এক চারে বাংলাদেশের সেই সমীকরণ মিলিয়েছেন ইয়াসির ও রাকিবুল হাসান। এর মধ্যে শেষ ওভারে ১৬ রান একাই নিয়েছেন ইয়াসির।
শেষ বলে সুফিয়ান মুকিমের করা ফুল লেংথের ডেলিভারি মিড উইকেট দিয়ে উড়িয়ে চার মেরে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন আরশাদ ইকবাল। সুফিয়ান মুকিম নিয়েছেন একটি উইকেট। সোনা জয়ের লক্ষ্যে খেলবে ভারত-আফগানিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post