নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ঘরের মাঠে সিরিজের জন্য টি-টোয়েন্টি ও প্রথম দুই ওয়ানডের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্ত’র নেতৃত্বাধীন ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন অনেকেই।
সবশেষ নিউজিল্যান্ড সফরের দল থেকে জায়গা হয়নি আফিফ হোসেন ধ্রুব, রাকিবুল হাসান ও হাসান মাহমুদের। টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও নেই সাকিব আল হাসান। একইসাথে নেই তামিম ইকবালও।
তবে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। এর মধ্যে তাসকিন ও রিয়াদ চোটের জন্য নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি।
টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী ১৩ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে ১৫ এবং ১৮ মার্চ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে সবগুলো ওয়ানডে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম দুই ওয়ানডের দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post