নিজস্ব প্রতিবেদকঃ দুই ম্যাচ শেষে ছিল ১-১ সমতা। অঘোষিত ফাইনালে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিলো বাংলাদেশ। যদিও এর আগে টি-টোয়েন্টি সিরিজ হারে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজ জয়ে বড় অঙ্কের বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে ৩ লাখ টাকা করে বোনাস পাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। বিসিবির নিয়মনুযায়ী র্যাংকিংয়ে সপ্তম থেকে নবম স্থানে থাকা প্রতিপক্ষের বিপক্ষে প্রতি ম্যাচ জয়ের বোনাস বেড়ে হয়েছে ১ লাখ টাকা, যা আগে ছিল ৭০০ ডলার। সিরিজ জিতলেও ১ লাখ টাকা বরাদ্ধ, এর আগে যা ছিল ৫০০ ডলার।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। ২ ম্যাচ জয়ের জন্য ২ লাখ টাকা আর সিরিজ জয়ের পুরস্কার হিসেবে ১ লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা করে বোনাস পাচ্ছেন ওয়ানডে দলে থাকা সদস্যরা। এদিকে সদ্য সমাপ্ত সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন শ্রীলঙ্কার জানিথ লিয়ানাগে। তিন ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিসহ ৮৮.৫ গড়ে ১৭৭ রান করেছেন এই ব্যাটার। সর্বোচ্চ ১০১*।
দ্বিতীয় অবস্থানেই আছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। সিরিজসেরা হওয়া এই ব্যাটার তিন ম্যাচে একটি সেঞ্চুরিসহ ৮১.৫ গড়ে করেছেন ১৬৩ রান। সর্বোচ্চ ১২২*। সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তিনি তিন ম্যাচে ৫.২০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। সেরা বোলিং ৪/৪২। দ্বিতীয় স্থানে আছেন লঙ্কান লেগি ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচ খেলে ৬.০৩ ইকোনমিতে ৬ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ৪/৪৫। তিনটি করে ম্যাচ খেলে সমান ৫টি করে উইকেট লাহিরু কুমারা এবং শরিফুল ইসলামের। ২ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন দিলশান মাদুশঙ্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post