স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা সফরে যাবে ভারত দল। সেই সফরে দলের তিন সিনিয়র তারকা রোহিত শর্মা, বিরাট কোহলি ও জাসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার চিন্তা রয়েছে বিসিসিআইয়ের। এর মাঝেই এবার নতুন সংবাদ জানা গেল, হার্দিক পান্ডিয়াকে পাওয়া যাবে না ওয়ানডে সিরিজে। নিজে থেকেই নাম সরিয়ে নিয়েছেন এই তারকা অলরাউন্ডার।
নিজের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা ও বিসিসিআইকে জানিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে। যদিও কী কারণে খেলবেন না সেই নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। গুঞ্জন আছে, ফিটনেস ইস্যুর জন্য খেলবেন না তিনি। তবে বিসিসিআই বলছে ভিন্ন কথা, নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন হার্দিক পান্ডিয়া।
তবে ওয়ানডে সিরিজ না খেললেও, টি-টোয়েন্টি সিরিজে খেলবেন হার্দিক। একইসাথে দলকে নেতৃত্ব দিবেন তিনি। কারণ, অধিনায়ক রোহিত শর্মা অবসর গ্রহণ করেছেন। সহ-অধিনায়ক হিসেবে হার্দিক তাই এবার অধিনায়কের দায়িত্ব নেবেন। যদিও রোহিত না খেললে ওয়ানডেতে কে দায়িত্ব নেবেন, সেটা এখনও পরিষ্কার নয়। ওয়ানডে অধিনায়ক হিসেবে লোকেশ রাহুল ও শুভমান গিলের নামই উঠে আসছে সবচেয়ে বেশি।
আগামী ২৭ জুলাই থেকে টি-টোয়েন্টি দিয়ে পাল্লেকেল্লেতে শুরু হবে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার সিরিজ। একই ভেন্যুতে ২৮ এবং ৩০ জুলাই হবে বাকি দুই টি-টোয়েন্টি। কলম্বোতে ২ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। একই ভেন্যুতে ৪ ও ৭ আগস্ট বাকি দুটি ওয়ানডে ম্যাচ হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post