স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। চারবারের চ্যাম্পিয়নরা এবারো নিশ্চিত করলো প্লে-অফ। ডেভিড ওয়ার্নারের ঝড় থামিয়ে ৭৭ রানের বড় ব্যবধানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে শেষ চারে মহেন্দ্র সিং ধোনীর চেন্নাই।
আগে ব্যাট করা চেন্নাই সুপার কিংস ডেভন কনওয়ে গায়কোয়াদের ব্যাটে ২২৩ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা দিল্লি ক্যাপিটালস ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ের পরও জিততে পারেনি। তুলতে পেরেছে মাত্র ১৪৬ রান।
২২৪ রানের টার্গেটে খেলতে নামা টেবিল তলানির দিল্লি নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে। এক প্রান্ত আগলে রেখে ডেভিড ওয়ার্নার ঝড় তুলেন। তবে সপ্তম উইকেটে তার ঝড় থামিয়ে দেয় চেন্নাই। দিল্লিকে তাই থামতে হয় ৯ উইকেটে ১৪৬ রানে। ৫৮ বলে ৮৬ রানের ‘বিস্ফোরক’ ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি ওয়ার্নার। সাত চার ও পাঁচ ছক্কায় সাজিয়েছেন নান্দনিক ইনিংস।
অধিনায়ক ছাড়া আইপিএল থেকে বিদায় হয়ে যাওয়া দিল্লির আর কোনো ব্যাটারই উইকেটে তীতু হতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেছেন অক্ষর প্যাটেল। ১৩ রান এসেছে ইয়াসের ব্যাট থেকে। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার।
দীপক চাহার ৩টি ও মহেশ থিকসেনা ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে ব্যাট করতে নামা চেন্নাই তিন উইকেটে ২২৩ রান তুলে। ১৪১ রানের দুর্দান্ত এক উদ্বোধনী জুটি গড়েন ঋতুরাজ গায়কোয়াদ ও ডেভন কনওয়ে। ১৪.৩ ওভার স্থায়ী সেই জুটি ভাঙে গায়কোয়াদের বিদায়ে। এর আগে ৫০ বলে ৩ বাউন্ডারি ও ৭ ছক্কার মারে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে যান।
এরপর শিভম দুবেকে সাথে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন কনওয়ে। দলীয় দুইশ পূরণের আগে ১৮তম ওভারে ৯ বলে ৩ ছক্কায় ২২ রানের ক্যামিও খেলা দুবের উইকেট হারায় চেন্নাই। দ্রুতই ফিরেন কনওয়েও। ১৯তম ওভারের দ্বিতীয় বলে প্যাভিলিয়নের পথ ধরেন কনওয়েও। তিনি ৫২ বলে ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮৭ রানের ইনিংস খেলে আউট হন। মিস করেন আরও এক সেঞ্চুরি।
শেষ দিকে ৭ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ২০ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। মহেন্দ্র সিং ধোনি ৫ রানে অপরাজিত থাকেন। দুজন বিশাল রান নিয়ে শেষ করে নিজেদের দলের ইনিংস।
দিল্লির হয়ে অ্যানরিখ নরকিয়া, খলিল আহমেদ ও চেতন সাকারিয়া ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post