স্পোর্টস ডেস্ক:: স্পিন কোচ ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল। জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমদ যাচ্ছেন না ক্যারিবিয়ান সফরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। সংযুক্ত আরব-আমিরাতে আফগানিস্তান সিরিজ শেষেই জাতীয় দল ছাড়ছেন পাকিস্তানের এই কোচ।
মুশতাককে বিসিবি সিরিজ বাই সিরিজ কোচ হিসেবে পাচ্ছে। অন্য জায়গায় চুক্তিবদ্ধ থাকায় পুরো সময় জাতীয় দলের কােচের দায়িত্ব পালন করতে পারছেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাই দলের সঙ্গে নেই এই কোচ। এর আগে পাকিস্তান সফরে টাইহগারদের সঙ্গে ছিলেন এই কোচ। তবে যাননি ভারত সফরে।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সফরে স্পিন কোচ মুশতাককে পেয়েছিলো বিসিবি। এরপর আফগান সিরিজেও দায়িত্ব পালন করেন তিনি। তবে ক্যারিবিয়ান সিরিজে দায়িত্ব পালন করবেন না মুশতাক।পরের সিরিজে হয়তো আবার তাকে জাতীয় দলের কোচিং প্যানেলে দেখা যাব।
মুশতাক ওয়েস্ট ইন্ডিজ সফরে না গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্য কাউকে স্পিন কোচের দায়িত্ব দিচ্ছে না। দেশ থেকে কোনো স্পিন কোচ পাঠানো হবে না ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন চৌধুরী সুজন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিদিন সাড়ে ৬০০ ডলার পারিশ্রমিকে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করছেন মুশতাক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে পূর্ণকালীন সময়ে কোচ হিসেবে পেতে চাইছে। এজন্য এই পাকিস্তানী কোচের সঙ্গে কথা বলছেন বিসিবি। দীর্ঘ মেয়াদে এই কোচকে রাজি করানোর চেষ্টা করছে ক্রিকেট বোর্ড।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘পুরো সিরিজে আমরা উনাকে (মুশতাক) পাব না। তাই এই সিরিজে রাখা হয়নি। তার অন্য জায়গায় কমিটমেন্ট দেওয়া আছে। আমরা উনার (মুশতাক) সঙ্গে কাজ করছি, আমাদের পরিকল্পনা সর্বনিম্ন এক কিংবা দুই বছরের চুক্তিতে যাওয়া।’
বাংলাদেশের আগে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিজ দেশ পাকিস্তানের হয়ে কাজ করেছেন মুশতাক। ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ হিসেবে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। ২০১৮-২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ সাল পর্যন্ত পাকিস্তান দলের সাথে কাজ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম.নিপ্র.ডে্ক.০০