স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা হলো না আর্সেনালের। গত রাতে তাদের হারিয়ে দিয়েছে ওয়েস্ট হ্যাম। বৃহস্পতিবার ঘরের মাঠে ২-০ গোলে হেরে যায় গানাররা। ১৩তম মিনিটে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন টমাস সোউচেক।
ম্যাচের ৫৫তম মিনিটে কর্নার থেকে গোল করে ওয়েস্ট হ্যামকে দ্বিতীয় গোলের স্বাদ দেন সাবেক আর্সেনাল ডিফেন্ডার কনস্টান্টিনোস মাভ্রোপানোস। ম্যাচের বাকি সময়ে আর্সেনাল গোল করতে পারেনি। উল্টো ম্যাচের ৯০ মিনিটে ওয়েস্ট হ্যামকে পেনাল্টি উপহার দেয় স্বাগতিকরা। তবে আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া দারুণভাবে সেভ করে দেন সে পেনাল্টি।
দিনের আরেক ম্যাচে বড় ধাক্কা খেয়েছে টটেনহ্যামও। ব্রাইটনের মাঠে গিয়ে ৪-২ গোলে হেরেছে তারা। ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে স্পার্স। এদিকে ওয়েস্ট হ্যামে হেরে যাওয়া আর্সেনালের লিগ টেবিলের শীর্ষে ওঠা হলো না। মিকেল আর্তেতার দল ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। আর ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে ওয়েস্ট হ্যাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post