স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ওয়েস্ট হ্যামের মাঠে হেরে গেছে এরিক টেন হাগের দল। ম্যাচটি ২-০ গোলে হেরেছে তারা। যে জয়হীনতায় ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার আট নম্বরে। ওয়েস্ট হ্যাম উঠে গেছে ছয়ে।
সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচে জয়শূন্য রইল ইউনাইটেড। এই চার ম্যাচের তিনটিতেই তাদের সঙ্গী পরাজয়। এমনকি এই চার ম্যাচে কোনো গোলও করতে পারেনি হাগের দল। এবারের লিগে এটি তাদের অষ্টম হার। ফলে শিরোপার দৌড় বেশ পিছিয়ে পড়েছে ম্যানচেস্টারের দলটি।
ঘরের মাঠে ৭২তম মিনিটে গোল করেন ওয়েস্ট হ্যামের জেরড বোয়েন। কাছ থেকে নেওয়া তাঁর শটটি প্রথমে ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানার হাতে বাধা পায়। তবে ক্যামেরুনিয়ান গোলকিপার বল নিয়ন্ত্রণে নিতে না পারলে বোয়েনের পা হয়ে বল যায় জালে। খানিক পরই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।
৭৮ মিনিটে মোহাম্মদ কুদুস দেখেশুনে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন। বিবর্ণ ইউনাইটেড ২ গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারে নি। এদিকে আগামী মঙ্গলবার আরও কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছে ইউনাইটেড। খেলবে আসরের চমক অ্যাস্টন ভিলার মাঠে।
এই নিয়ে লিগের সর্বশেষ ৫ ম্যাচের ৩টিতেই হারল ইউনাইটেড। বাকি দুই ম্যাচের একটিতে ড্র, একটি হার। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচে ৪টি হার।ওয়েস্ট হ্যামের কাছে হারের পর ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে ষষ্ঠ স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post