স্পোর্টস ডেস্কঃ অবশেষে ভিডিও বার্তা দিলেন তামিম ইকবাল। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপ স্কোয়াডে না থাকা ও বিগত কয়েকদিনের ঘটে যাওয়া বিষয়ে সবকিছু জানাবেন। আজ বিকেলে নিজের ফেসবুকে একটি রেকর্ডেড ভিডিও আপ্লোড করেন তামিম।
গুঞ্জন ছিল তামিম বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না, এমন শর্ত দেওয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে তামিম ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘কেউ কেউ বলছে, আমি নাকি বলেছি ৫ ম্যাচের বেশি খেলবো না। এটা মিথ্যা। আমি কখনো, কোথাও বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না।’
তামিম আরও বলেন, ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললো, ‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।’ আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকবো। তো কি কারণে খেলবো না? তখন বললো, ‘আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post