স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। গত রাতে বোর্নমাউথকে অনায়াসে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান সংহত করল ইয়ুর্গেন ক্লপের দল। প্রতিপক্ষের মাঠে রোববার ৪-০ গোলে জিতেছে লিভারপুল। দারউইন নুনেস দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন দিয়োগো জটা। আর শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি করেন নুনেস।
ঘরের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে জমাট রক্ষণে লিভারপুলকে প্রথমার্ধে তেমন কোনো সুযোগই দেয়নি বোর্নমাউথ। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর কৌশল বদলে ঠিকই স্বরূপে হাজির অলরেডরা। গুনে গুনে করল ৪ গোল। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা আরও মজবুত হলো তাদের। ৪৯তম মিনিটে বল ডি-বক্সে পেয়ে ঠাণ্ডা মাথায় কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন নুনেস।
৭০তম মিনিটে ব্যবধান বাড়ানো গোলে কোডি হাকপো বল বাড়ান দিয়েগো জটাকে। কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন এই পর্তুগিজ তারকা। বোর্নমাউথের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায় ৭৯তম মিনিটে। নিজের দ্বিতীয় গোল পেয়ে যান জটা। প্রিমিয়ার লিগের চলতি আসরে তাঁর মোট গোল হলো ৭টি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লিভারপুলকে আরও এগিয়ে দেন নুনেস। ডান দিক থেকে সতীর্থের ক্রস ছয় গজ বক্সে পেয়ে কার্যকর টোকায় আসরে নিজের সপ্তম গোলটি করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
বোর্নমাউথকে আজ উড়িয়ে দেওয়ার পর ২১ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৪৮, দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান এখন ৫ পয়েন্টের। সিটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ২১ ম্যাচে আর্সেনাল ও অ্যাস্টন ভিলার পয়েন্টও সিটির সমান ৪৩। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় আর্সেনাল তিনে ও ভিলা চারে অবস্থান করছে।২০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে বোর্নমাউথ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post