নিজস্ব প্রতিবেদকঃ আইপিএলের চলতি আসরে খেলতে আজ দেশ ছেড়েছেন লিটন দাস। বাংলাদেশের এই তারকা উইকেটকিপার-ব্যাটার প্রথমবারের মতো আইপিএলে যাচ্ছেন। যদিও কলকাতা নাইট রাইডার্স তাকে একাদশে রাখবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। এই মূহুর্তে কলকাতার স্কোয়াডে আছেন তিনজন বিদেশী ওপেনার।
কলকাতার প্রথম তিন ম্যাচেই ওপেন করেছেন রহমানউল্লাহ গুরবাজ। যেখানে একটি হাফ সেঞ্চুরিও রয়েছে আফগান এই ওপেনারের। এছাড়া জেসন রয়ও যোগ দিয়েছেন ইতোমধ্যে দলে। যদিও তিনি এখন পর্যন্ত খেলার সুযোগ পান নি। এই দুজনকে টেক্কা দিয়ে ওপেনিংয়ে জায়গা পাওয়াটা যে কঠিন হয়ে যাবে সেটা বুঝে গেছেন লিটন নিজেও। তাই তো কলকাতা চাইলে ব্যাটিং অর্ডারে যেকোনো পজিশনে খেলতে চান লিটন।
লিটন বলেন, ‘আমি জানি না যে ওখানে গিয়ে খেলব কি না। খেললেও ভালো খেলব কি না তার গ্যারান্টি নাই। এটা একটা শেখার প্রক্রিয়া। ২০-২৫ দিন বা যত দিনই থাকব চেষ্টা করব সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে।’
ভক্তদের থেকেই লিটন সমর্থন চাইলেন, ‘আমার মনে হয়, এখানে আমাকে ভক্তরা যে সমর্থন দেয় তা ওখানেও দেবে। আশা করি ভালো কিছুই হবে। এটা আমার জন্য প্রথমবার আইপিএলে যাওয়া। অবশ্যই ভালো লাগছে। আমি খুশি। নিজের তেমন কোনো লক্ষ্য স্থির করিনি। সুযোগ পেলে ভালো খেলব।’
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড-
নিতিশ রানা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং, নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, ডেভিড ভিসে, কুলওয়ান্ত খেজরালিয়া, মানদীপ সিং, লিটন দাস ও জেসন রয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post