স্পোর্টস ডেস্ক:: ইউরো বাছাইয়ে কষ্ট করেই জিততে হলো কিলিয়ান এমবাপেদের ফ্রান্সের। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে হারলেও ফরাসিদের বড় পরীক্ষা নিয়েছে আইরিশরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ফরাসিরা জিতেছে ১-০ গোলের ব্যবধানে।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপে শুরুর একাদশে থাকলেও ম্যাচে গোলের দেখা পাননি। প্রথমার্ধে আয়ারল্যান্ডের বিপক্ষে গোলের দেখা পায়নি দল। দ্বিতীয়ার্ধে বেঞ্জামিন পাভার্ডের গোলে শেষ পর্যন্ত জিততে পেরেছে তারা।
ম্যাচের শুরু থেকেই ফ্রান্স গোলের জন্য মরিয়া হয়ে খেলে। আয়ারল্যান্ড ভালোই জবাব দেয়। আক্রমণেও উঠে তারা। দুই দলের ম্যাচটির প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যেতে হয় দুই দলকেই।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রান্স আক্রমণের ধার বাড়ায়। গোলও পায় দ্রুত। দুর্দান্ত খেলা আয়ারল্যান্ড ভুল করে বসে নিজেদের অর্ধে। জস কালেনের দুর্বল পাস পেয়ে যান বেঞ্জামিন পাভার্ড। সুযোগ পেয়ে ম্যাচের ৫০তম মিনিটে মিনিটে পাভার্ড আয়ারল্যান্ডের জালে বল পাঠালে এগিয়ে যায় ফ্রান্স। পিছিয়ে পড়া আয়ারল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি। কিলিয়ান এমবাপেরা ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post