স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক ভারতকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচটি স্টিভেন স্মিথের দল জিতে নিয়েছে। ঘরের মাঠে বিরাট কোহলিরা হারলো ২-১ ব্যবধানে। অজিদের সিরিজ জয় ঠেকাতে পারেনি ব্যাট হাতে বিরাট কোহলির লড়াই। সূর্যকুমারের টানা তিন গোল্ডেন ডাকের দিনে ফিফটি হাঁকিয়েছেন বিরাট।
চেন্নাইয়ে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া মিচেল মার্শদের ব্যাটে চড়ে ২৬৯ রান তুলে। জবাবে খেলতে নামা ভারত বিরাট কোহলির হাফ সেঞ্চুরির পরও ২৪৮ রান তুলতে সমর্থ হয়। ২১ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে অজিরা।
২৭০ রানের টার্গেটে খেলতে নামা ভারত দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে দারুণ শুরু পায়। ৬৫ রান আদায় করে তাদের উদ্বোধনী জুটি। এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২৪৮ রানে থামে তাদের ইনিংস। দলের পক্ষে ব্যাট হাতে লড়াই করেন বিরাট কোহলি। হাফ সেঞ্চুরিয়ানের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৫৪ রান। দুই চার ও এক ছক্কায় ৭২ বলের ইনিংসটি কাজে লাগেনি দলের।
ভারতের অন্য ব্যাটাররাও ব্যাট হাতে ছোট ছোট ইনিংস খেলেন। তবে তা হার এড়াতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন হার্দিক পান্ডিয়া। ৪০ বলের ইনিংসে তিনি তিন চার ও এক ছক্কা হাঁকান। ৩৭ রান করেন ওপেনার শুভমান গিল। ৩০ রান করে রোহিত। এছাড়া ৩২ রান করেন লুকেশ রাহুল।
অস্ট্রেলিয়ার হয়ে অ্য্যাডাম জাম্পা ৪টি ও অ্যাস্টন আজগর ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারির ব্যাটে ৪৯ ওভারে ২৬৯ রান তুলে অলআউট হয়। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেন মিচেল মার্শ। ৪৭ বলের ইনিংসে তিনি আট চার ও এক ছক্কা হাঁকান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন অ্যালেক্স ক্যারি। ৪৬ বলের ইনিংস সাজিয়েছেন দুই চার ও এক ছক্কায়। এছাড়া ৩৩ রান করেছেন টার্ভিস হেড।
ভারতের হয়ে কুলদ্বীপ যাদব ও হার্দিক পান্ডিয়া ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post