স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ জেতা ভারতীয় এবার পয়েন্ট হারাতে পারে। ফ্লোরিডায় কানাডার বিপক্ষে মাঠে নামার আগে তাই বাড়তি দুশ্চিন্তা তৈরি হয়েছে ভারতীয় দলের। সুপার এইটে যাওয়ার আগে ব্যাটারদের দেখে নেওয়ার ভালো একটা সুযোগ হাতছাড়া হতে পারে দলটির।
রোহিত শর্মারা আগের তিন ম্যাচের সবক’টিই খেলেছে নিউইর্য়কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। আলোচিত-সমালোচিত উইকেটে বেশ ভুগেছেন ব্যাটাররা। কোনো দলই বড় স্কোর করতে পারেনি। ফ্লোরিডায় তাই কানাডার বিপক্ষে ভারতীয় দল ব্যাটারদের একটা ভালো প্রস্তুুতির আশা করছিলো।
কিন্তুু ফ্লোরিডার আবহাওয়া সেই সুযোগ কেড়ে নিতে পারে। পয়েন্টেও বসাতে পারে ভাগ। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে কানাডা পেয়ে যেতে পারে মূল্যবান এক পয়েন্ট। ম্যাচ চলাকালে ফ্লোরিডায় বৃষ্টির পূর্বাবাস রয়েছে। এমনিতেই আমেরিকার এই শহরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বন্যাও দেখা দিয়েছে। আগের দিনই বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচ। যে কারণে কপাল পুড়েছে পাকিস্তানেরও।
ম্যাচ ভেন্যু ফ্লোরিডায় বৃষ্টি হচ্ছে অবিরত। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে ফ্লোরিডায়। সারা দিন থেকেই বৃষ্টি হচ্ছে শহরটিতে। ম্যাচ চলাকালেও বৃষ্টি অব্যাহত থাকার তথ্য দিয়েছে আবহাওয়ার পূর্বাবাস। আজ রাত সাড়ে ৮টায় ভারত ও কানাডার ম্যাচটি শুরু হওয়ার কথা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post