নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দলের প্রধান কোচ হাবিয়ের কাবরেরার সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০২২ সালে শুরুর দিকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ।
কাবরেরার অধীনে এখন পর্যন্ত ২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৬টি জয়ের বিপরীতে ড্র ৬টি। হেরেছে ৯টি ম্যাচ। সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননের বিপক্ষে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নতুন করে চুক্তি নবায়ন করতে আপত্তি ছিল না কাবরেরার। তবে প্রায় দ্বিগুন বেতন চেয়েছিলেন তিনি। তার প্রস্তাব ও ফেডারেশনের প্রস্তাবে সমঝোতা হওয়ায় এই কোচের সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেছেন, ‘কোচের সঙ্গে আমাদের চুক্তিটা আরও এক বছর বাড়ছে। চুক্তি বাড়ায় সেও খুশি, আমরাও খুশি।’
Discussion about this post