স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেটে কিছুদিন আগে হুট করে ঝড় বয়ে যায়। আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলাকালীন সবাইকে অবাক করে দিয়ে প্রথম ম্যাচের পরদিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম ইকবাল।
তবে নাটকীয়ভাবে একদিন পরই আবার অবসর সিদ্ধান্ত তুলে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে। আপাতত বিশ্রামে আছেন তামিম। পুরোপুরি ফিট হওয়ার চেষ্টা করছেন। দুবাইয়ে পরিবার নিয়ে ছুটি কাটিয়ে ইংল্যান্ডে চিকিৎসা করাতে যান বাঁহাতি এই ড্যাশিং ওপেনার।
সেই চিকিৎসা শেষে ৩১ জুলাই, সোমবার দেশে ফিরছেন তামিম ইকবাল। রোববার লন্ডন থেকে বাংলাদেশের বিমানে চড়েন এই তারকা। কাল ঢাকায় পা রাখার কথা এই তারকার।
লন্ডনে নিজের পিঠের নিচের অংশের পুরোনো ব্যাথা সারানোর চিকিৎসা নিতে গিয়েছিলেন তামিম। সেখানে মেরুদণ্ড বিশেষজ্ঞকে দেখিয়েছেন তিনি। আর তার সাথে ছিলেন বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরি। বিভিন্ন সূত্রে জানা গেছে, পুরোনো চোট সারাতে ইনজেকশন নিয়েছেন তামিম। সেই ইনজেকশনের পর পর্যবেক্ষণ করা হয়েছে।
যদি এই ইনজেকশন পুরোপুরিভাবে কাজে দেয়, তাহলে দুই থেকে তিন মাসের জন্য নিরাপদ থাকবেন। এতে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলতে বাঁধা থাকবে না। তবে কাজে না দিলে, অপারেশনের টেবিলে যেতে হতে পারে তামিমকে। যার জন্য অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। যা কিনা, তাকে এশিয়া কাপ ও বিশ্বকাপ থেকে ছিটকে দেবে। তামিম দেশে ফেরার পরই নিশ্চিত হওয়া যাবে এই ব্যাপারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post