নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের প্রধান পিচ কিউরেটর শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে চুক্তি নবায়ন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরো দুই বছর মিরপুরের হোম অব ক্রিকেটের দায়িত্বে থাকছেন গামিনি। অন্যান্য ভেন্যুও দেখভাল করেন এই লঙ্কান।
২০০৮ সাল থেকে বিসিবির চাকরি করা গামিনি আরো দুই বছর পেলেন কাজের সুযোগ। ওই বছর বিসিবিতে চাকরি নিলেও ২০০৯ সাল থেকে কিউরেটরের মূল চাকরি শুরু করেন তিনি। এরপর ধাপে ধাপে বেড়েছে তার চুক্তির মেয়াদ। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামি ৩১ জুলাই।
বিসিবি চুক্তির মেয়াদ শেষের আগেই আরো দুই বছরের জন্য চুক্তি নবায়ন করে। আগামি ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন এই কিউরেটর। ইতিমধ্যে প্রায় ১৫ বছর কাটিয়ে দিয়েছেন লঙ্কান এই কিউরেটর।
নতুন চুক্তিতে বেতন ভাতা বাড়ার পাশাপাশি অন্যান্য সুবিধাও বাড়বে শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটারের। নানা সময়ে উইকেট নিয়ে আলোচনা-সমালোচনায় থাকা গামিনি অবশ্য সব সময়ই পাশে পেয়েছেন ক্রিকেট বোর্ডকে। কখনোই জবাবদিহীতায় পড়তে হয়নি তাকে। সব আলোচনার উর্ধ্বে থেকে বিসিবিতে তিনি কাজ করেই যাচ্ছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post