নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেছে। চার পুরনোর সঙ্গে তিন নতুন ফ্র্যাঞ্চাইজি নিজেদের গুছিয়ে নিয়েছে। বছরের শেষ সময়ে এবার ব্যাটে-বলে মেতে উঠার অপেক্ষা। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সও দল গঠণ করে ফেলেছে। দল গঠনে বরাবরের মতো এবারো মুন্সিয়ানারা পরিচয় দিয়েছেন মালিকরা।
সিলেটের ফ্র্যাঞ্চাইজিতে স্ট্রাইকার্স পরিবার শুরু থেকে সিলেটীদের আধিপত্য ধরে রেখেছেন। গত দুই আসরে সিলেট যেমন সিলেটের প্রতিনিধিত্ব করেছে মাঠ এবং মাঠের বাইরে, সিলেটীদের হাতেই পরিচালিত হয়েছে, এবারো তার ব্যতিক্রম নয়। আসছে বিপিএলের জন্যও সিলেট স্ট্রাইকার্সের মালিকরা ‘ভরসা’ রেখেছেন সিলেটীতেই। কোচ কিংবা ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজির গুরুত্বপূর্ণ দুই জায়গাতেই আধিপত্য সিলেটের স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের।
মালিকানাতো পুরোটাই সিলেটীদের হাতে। দল পরিচালনায় সিলেট স্ট্রাইকার্সের মালিক পক্ষ গত বছর কোচ হিসেবে রেখেছিলো সিলেটের সাবেক ক্রিকেটার রাজিন সালেহকে। তিনিই ছিলেন প্রধান কোচের দায়িত্বে। এবার অবশ্য রাজিন সালেহকে এখনো সিলেটের দায়িত্বে দেখা যায়নি।
তবে মালিকরা কোচিংয়ের চাকাটা আরেক সিলেটীর হাতেই রেখেছেন। বাংলাদেশ জাতীয় মহিলা দলের কোচ এ.কে.এম মাহমুদ ইমন এবার সিলেট স্ট্রাইকার্সের কোচের দায়িত্বে। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের টেবিলেও দেখা গেছে অভিজ্ঞ এই কোচকে। সিলেট নগরের খাসদবীর এলাকার বাসিন্দা মাহমুদ ইমন এর আগে বিসিবির সিলেট বিভাগীয় কোচ ছিলেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নারী দলের কোচের দায়িত্ব পান। কিছুদিন নারী দলের হেড কোচেরও দায়িত্বে ছিলেন।
ঘরের ছেলে মাহমুদ ইমনের হাতেই স্ট্রাইকার্সের কোচিংয়ের চাবিকাঠি। ময়দানি লড়াইয়েও সিলেটের জার্সিতে নামবেন সিলেটীরা। প্রায় প্রতি ম্যাচেরই একাদশে থাকা নিশ্চিত তিন ক্রিকেটার আছেন সিলেট থেকেই। সিলেটের একজন তরুণ উদীয়মান পেসারকেও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। সুযোগ পেলে নিজের প্রতিভার বিকাশ ঘটাতে অপেক্ষায় এই তরুন।
ব্যাট হাতে সামন থেকেই সিলেটকে নেতৃত্ব দেবেন জাকির হাসান। সিলেটের উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে এবার ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাট হাতে স্ট্রাইকার্সদের ভরসার আরেক নাম হয়ে উঠতে পারেন জাকের আলী অনীক। তিনিও উইকেটরক্ষক ব্যাটার। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা শহরের এই তরুণ জাকিরের মতো জাতীয় দলেও খেলেছেন। দু’জনেই নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছেন আগের আসরগুলোতে।
বল হাতে সিলেটের তুরুপের ত্রাস হয়ে উঠতে পারেন তানজিম হাসান সাকিব। সিলেটের এই পেসার জাতীয় দলের জার্সিতেও বেশ উজ্জ্বল। আগ্রাসী মনোভাবে প্রতিপক্ষকে মাঠের লড়াইয়ে হারাতে প্রস্তুুত তিনিও। তার সঙ্গে আছেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গলের তরুণ পেসার রুয়েল মিয়া। বল হাতে প্রতিপক্ষের জন্য তিনিও হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। বিপিএল খেলার অভিজ্ঞতা তার আগেরও আছে। তবে সুযোগ মেলেনি খুব একটা। এবার হয়তো ঘরের দলের জার্সিতে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি।
সিলেটের নেতৃত্বের বাটন কার হাতে থাকবে সেটা হয়তো এখনো নিশ্চিত নয়। তবে অভিজ্ঞ মাশরাফী বিন মোর্ত্তজার কাঁধেই যে দায়িত্ব দেবে সিলেট সেটা অনেকটা নিশ্চিত। মাশরাফী, জাকের, জাকির, সাকিব, রুয়েল, রাহকিম, সামিউল্লাহ আর রিসি টপলিদের নিয়ে গড়া সিলেট স্ট্রাইকার্স মাঠের লড়াইয়ে অনেক দূর এগিয়ে যাবে এমন প্রত্যাশা সমর্থকদের।
সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড- জাকের আলি অনিক, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরফাত সানি, রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রিসি টপলি (ইংল্যান্ড)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০