স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট খেলাটা এখনও চালিয়ে যাচ্ছেন দীনেশ কার্তিক। যদিও জাতীয় দলের বাইরে আছেন এই তারকা। খেলার পাশাপাশি কমেন্টেটর ও ক্রিকেট বিশ্লেষক হিসেবেও কাজ করছেন। এর মাঝেই এবার নতুন দায়িত্বে কার্তিক। তাকে দেখা যাবে কোচের ভূমিকায়।
ইংল্যান্ড লায়ন্সের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন কার্তিক। মূলত ইংল্যান্ড লায়ন্স হলো, ইংলিশদের ‘এ’ দল। সামনেই ইংল্যান্ড জাতীয় দল ভারত সফরে যাবে দ্বীপাক্ষিক সিরিজ খেলতে। এর আগেই ইংল্যান্ড লায়ন্স যাবে। সেই দলে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন দীনেশ কার্তিক।
তবে সেই দায়িত্ব খুব বেশি দিনের নয়। মাত্র ৯ দিন কাজ করবেন কার্তিক। ইংল্যান্ড লায়ন্স স্বাগতিক ভারতের সাথে ৩টি চার দিনের ম্যাচ খেলবে। এর মধ্যে কার্তিক থাকবেন প্রথম চার দিনের ম্যাচে। প্রথম ম্যাচের আগে অনুশীলনেও থাকবেন তিনি। মূলত ভারতের কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা দিতে এবংএই কন্ডিশনে দলের ব্যাটারদের করণীয় নিয়ে কাজ করবেন।
দীনেশ কার্তিককে নিয়োগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। মূলত ইংল্যান্ড লায়ন্সের বর্তমান ব্যাটিং পরামর্শক ইয়ান বেল ব্যস্ত বিগ ব্যাশে। সেখানে মেলবোর্ন রেনগেডসে সহকারী কোচের কাজ করছেন। বিগ ব্যাশ শেষ করেই তিনি দলে যোগ দেবেন। এর আগে দীনেশ কার্তিক বিকল্প হিসেবে কাজ করবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post