স্পোর্টস ডেস্কঃ আবারও ডাগআউটে ফেরার ইচ্ছার কথা জানালেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। যদিও তিনি প্রায় তিন বছর ধরে কোচিংয়ে নেই। আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখের ডাগআউটে দেখা যেতে পারে তাকে। ইউরোপের গণমাধ্যমের বরাতে জানা গেছে এমন খবর।
সম্প্রতি ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পিকে নিয়ে বানানো একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন জিদান। সাবেক এ রিয়াল মাদ্রিদ কোচ জানান, ‘কেন নয়, যেকোনো কিছু হতে পারে। এ মুহূর্তে আমি অন্য কিছু করছি কিন্তু দেখা যাক কী হয়। আমি নিশ্চিতভাবেই আবারও বেঞ্চে (কোচিং) ফিরতে চাই।’
২০২১ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে কোচিংয়ের বাইরে আছেন জিদান। পেশাদার কোচ হিসেবে এখন পর্যন্ত কেবল রিয়ালের দায়িত্বই পালন করেছেন তিনি। দলটিকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ দুই মেয়াদে মোট ১১টি শিরোপা জিতিয়েছেন সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর সবাইকে চমকে দিয়ে রিয়ালকে বিদায় বলেছিলেন তিনি।
এর আগে ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের সহকারী কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের এ নায়ক। এরপর ‘বি’ দল হয়ে দায়িত্ব নেন রিয়ালের মূল দলের। এদিকে রিয়ালকে বিদায় বলার পর গুঞ্জন ওঠে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার। কিন্তু ২০২২ বিশ্বকাপের আগে সেটি আর হয় নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post