স্পোর্টস ডেস্ক:: কোটা বিরোধী আন্দোলনে উত্তাল দেশ। সারা বিশ্বের নজর এখন বাংলাদেশের দিকে। কি হচ্ছে বাংলাদেশে? কোন দিকে যাচ্ছে আন্দোলন? দেশ-বিদেশে আলোচনা এখন বাংলাদেশের এই আন্দোলন কর্মসূচি।
ইতিমধ্যে শনিবার বিকেলে কোটা আন্দোলনকারীরা এক দফা দাবি জানিয়েছেন, সরকারের পদত্যাগ দাবি করেছেন। এরই মধ্যে বিশ্বের নজর কেড়েছে আন্দোলন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজ এমন উত্তাল পরিস্থিতিতে প্রার্থনা করছেন বাংলাদেশের জন্য।
মাস খানেক ধরে চলা আন্দোলন বহু মানুষ প্রাণ হারিয়েছেন। নিহত হয়েছেন অনেক শিশুও। এমন সঙ্কটের সময়ে আর্জেন্টিনার সবশেষ বিশ্বকাপ ও কোপা জয়ী দলের সদস্য, লিওনেল মেসির ঘনিষ্ঠ বন্ধু ফার্নান্দেজ তার অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে আন্দোলনকারীদের সরবরাহ করা লাল কাপড়ে মুখ বাধা প্রতিকৃতি পোস্ট করে এনজো লিখেছেন, ‘আমার সকল বাংলাদেশ অনুসারীদের প্রতি। তোমাদের কথা শুনি এবং তোমাদের জন্য প্রার্থনাও করি (To all my Bangladesh followers. I hear you and I also pray for you)। সঙ্গে প্রার্থনার ইমোজিসহ বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা পোস্ট করেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০