নিজস্ব প্রতিবেদক:: সিলেটে রোববার থেকে শুরু হওয়া বাংলাদেশ ও জিম্বাবুয়ে টেস্ট সিরিজ লোকসানের ভয়ে বেসরকারি কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করতে চায় না। বাধ্য হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাই শেষ পর্যন্ত বিটিভিকেই বেছে নিতে হয়েছে।
দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে রোববার থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচের পর ২৮ এপ্রিল থেকে দ্বিতীয় ম্যাচ শুরু হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
ক্রিকেট পাগল জাতি বাংলাদেশ। টাইগাররা মাঠে নামলেই কোটি কোটি সমর্থক চেয়ে থাকেন টিভি পর্দায়। তবে দুর্বল প্রতিপক্ষ হলে সেভাবে খুঁজখবর রাখেন না সমর্থকেরা। এক সময়ের ‘কঠীন’ প্রতিপক্ষ জিম্বাবুয়ে এখন টাইগারদের সামনে দুর্বল প্রতিপক্ষ। তাই জিম্বাবুয়ে সিরিজ সরাসরি সম্প্রচারে লোকসানের ভয়ে বেসরকারি কোনো টিভি চ্যানেল এগিয়ে আসেনি।
বাংলাদেশ দলের ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচে সেই উত্তেজনা আর নেই। যে কারণে আফ্রিকার এ দেশটির সঙ্গে বাংলাদেশের খেলা হলে দর্শকদের উন্মাদনা কমে যায় অনেকখানি।
সিরিজটি সরাসরি সম্প্রচারে তাই বিসিবিকে বাধ্য হয়ে বিটিভিকে বেছে নিতে হয়েছে। আগ্রহী দর্শকদের কথা চিন্তা করে আসন্ন দুই টেস্টের সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই সম্প্রচার বিসিবি নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ফিড ব্যবহার করে করা হবে।
রাষ্ট্রীয় একমাত্র টেলিভিশন চ্যানেলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য বিসিবি গত ১৯ মার্চ একটি খোলা দরপত্র আহ্বান করেছিল। যেখানে মিডিয়া রাইটস পার্টনার পেতে আগ্রহী পক্ষগুলোকে আর্থিক প্রস্তাবসহ আগ্রহপত্র (ইওআই) জমা দিতে বলা হয়। কিন্তু ৭ এপ্রিল নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনো প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০