স্পোর্টস ডেস্কঃ ২০২৪ কোপা আমেরিকা শুরু হতে এখনও বাকি ছয় মাস। তার অনেক আগেই ব্রাজিলের জন্য দুঃসংবাদ। হাঁটুর চোটে বাইরে থাকা তারকা ফরোয়ার্ড নেইমারকে ‘পাবে না’ পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। ব্রাজিল দলের চিকিৎসক নিশ্চিত করেছেন এই তথ্য।
মহেদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে নেইমারকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। আগামী ২১ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে। আসরের অন্যতম পরাশক্তি হিসেবে খেলবে ব্রাজিল। দলটি মাঠে নামবে ২৫ জুন।
নেইমারের চোট প্রসঙ্গে ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেছেন, ‘নেইমারের সেরে উঠতে এখনও সময় লাগবে। কিন্তু কোপা আমেরিকার খুব বেশি সময় নেই। এটি খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। নেইমারের সুস্থ হতে এখনও আগস্ট মাস পর্যন্ত সময় লাগতে পারে। আশা করছি এরপরে তিনি মাঠে নামার জন্য পুরোপুরি তৈরি হবেন।’
সর্বশেষ গত ১৭ অক্টোবর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন নেইমার। উরুগুয়ের কাছে ব্রাজিলের ওই ম্যাচে হেরেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। তখনই বোঝা গিয়েছিল, বড় দুঃসংবাদ আসতে পারে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।
বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের। সেটা ঠিক করাতে গত ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তেতে অস্ত্রোপচার করান আল হিলাল তারকা। এর পর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার। এবার তাঁকে নিয়ে বড় দুঃসংবাদ শুনল ব্রাজিল ভক্তরা। এখন পর্যন্ত ১২৯ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। পিএসজিতে ছয় বছর কাটিয়ে গত অগাস্টে ৯ কোটি ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post