স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার এবারের আসরে প্রথমবারের মতো দেখা যাবে নারী অফিশিয়ালদের। যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া পেনসো ও ব্রাজিলের এদিনা আলভেজ এবার কোপা আমেরিকায় রেফারির দায়িত্ব পালন করবেন।
যুক্তরাষ্ট্রে আগামী ২১ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত হবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর। এদিকে এই আসরে নারী অফিশিয়ালদের অন্তর্ভুক্তি নিয়ে কনমেবলের বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে ভারসাম্য নিয়ে আসতে মাঠ ও মাঠের বাইরে নারীদের আরও উন্নতি ও পেশাদার বানাতে ২০১৬ সাল থেকেই প্রতিশ্রুতিবদ্ধ কনমেবল।’
পেনসো ২০২৩ নারী বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেন। এদিনা আলভেজ ২০১৯ ও ২০২৩ নারী বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করেছেন। ছেলেদের সিনিয়র ফিফা টুর্নামেন্টে প্রথম নারী হিসেবেও ম্যাচ পরিচালনা করেন আলভেজ। ছেলেদের ‘ডার্বি’ (করিন্থিয়ান্স-পালমেইরাস) ম্যাচও পরিচালনা করেন তিনি।
‘এ’ গ্রুপে আর্জেন্টিনা, পেরু ও চিলির সঙ্গী হয়েছে কানাডা। ‘ডি’ গ্রুপে ব্রাজিল, কলম্বিয়া ও প্যারাগুয়ের সঙ্গে যোগ হয়েছে কোস্টা রিকা। ‘বি’ গ্রুপে আছে মেক্সিকো, একুয়েডর, ভেনেজুয়েলা, জ্যামাইকা। ‘সি’ গ্রুপের চার দল যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া। আটলান্টায় ২১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। মায়ামিতে ১৪ জুলাই হবে ফাইনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post