স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষ। এবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলোতে মাঠে নামছে দলগুলো। মঙ্গলবার সকালে গ্রুপ ‘এ’র দুটি ভিন্ন ম্যাচে মাঠে নামছে চারটি দল। প্রথম ম্যাচে ভোর ৪টায় মুখোমুখি হবে পেরু ও কানাডা। এর মধ্যে কানাডা হার দিয়ে আসর শুরু করেছে। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে বর্তমান আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেছে দলটি। তবে চিলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ড্র করে এক পয়েন্ট পকেটে পুড়ে নিয়েছে পেরু।
এদিকে গ্রুপের অন্য ম্যাচে মাঠে নামছে লিওনেল মেসির, আনহেল ডি মারিয়াদের আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ চিলি। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। এই মাঠেই ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হেরে শিরোপা খুইয়েছিল আর্জেন্টিনা। এর আগের বছরও ২০১৫ সালে কোপা আমেরিকার আরেকটি আসরে সেই চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা বঞ্চিত হয় আলবিসেলেস্তারা। সেবারই প্রথম লাতিন শ্রেষ্ঠত্বের ট্রফি ঘরে তুলে চিলি।
নিশ্চিতভাবেই এবারের আসরের ম্যাচের আগে সেই পুরোনো স্মৃতি ফিরে আসছে। তবে এবারের আর্জেন্টিনা সম্পূর্ণ ভিন্ন। সময়ের পালাবদলে এই দলটিই, সবশেষ কোপা আমেরিকা, ফাইনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে। দারুণ ছন্দে থেকে এবারের কোপায় হট ফেবারিট আর্জেন্টিনা। তাই চিলি অনেকটা ভিন্ন রূপ দেখবে আর্জেন্টিনার। তবে ব্রাভো, সানচেজরাও ছেড়ে কথা বলবে না একেবারে।
এদিকে অতীত ইতিহাস ঝেড়ে ফেলার বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের আগে তিনি বলেন, ‘২০১৬ সালের ফাইনালে কোনো কিছুই এখন আর বাকি নেই। আমরা যেমন এখন বিশ্ব চ্যাম্পিয়ন। গত ম্যাচের আগে বলেছিলাম, এটা এখন শেষ হয়ে গেছে। ফুটবল এমনই। সময় এগিয়ে যায়, চাকা ঘুরতে থাকে। বল কখনও থামে না আর সত্যিই কোনো কিছু রেখে যায় না। সব কিছুই ইতিহাস। অতীতে ফিরে যাওয়ার কোনো অর্থ নেই এখানে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post