স্পোর্টস ডেস্ক:: কোপা দেল রে-তে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে স্পেনের পুলিশ ৬জনকে গ্রেফতার করেছে। ২০২১ কোপা দেল রে’র ম্যাচ পাতানো তদন্তে নেমে স্পেনের পুলিশ তাদেরকে গ্রেফথার করে।
ওই বছরের ২ ডিসেম্বর মেলিলার আলভারেজ ক্লারো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে অনুষ্টিত কোপার ম্যাচ নিয়ে তদন্ত শুরু করেছে পুরীশ। স্প্যানিশ ফুটবলের পঞ্চম বিভাগের দল হুরকান মেলিলার বিপক্ষে আলোচিত ওই ম্যাচে ৮-০ ব্যবধানে জিতে ছিলো লা লিগার দল লেভান্তে। গ্রেফতারকৃতরা ওই ম্যাচে জুয়ায় অংশ নেন বলে সন্দেহ করছে পুলিশ।
একটি অজ্ঞাত মেইলের সূত্র থেকে ম্যাচ পাতানোর তথ্য পায় কর্তৃপক্ষ। এরপরই লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেতবাস স্পেনের ন্যাশনাল পুলিশ সেন্টার পর ইন্টোগ্রিটি ইন স্পোর্টস অ্যান্ড গ্যাম্বলিংয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন, যা এখন পুলিশ ও মেলিলার দ্বিতীয় বিচারিক আদালত তদন্ত করছে। এ তদন্তের অংশ হিসেবে পুলিশ আদালতকে জানায়, ছয়জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাদের মধ্যে হুরকারন মেলিলার সাবেক এক খেলোয়াড়ও আছেন। একদিন পর তাদের গ্রেফতার করা হলো।
স্থানীয় পুলিশ কিছু বাজিকর প্রতিষ্ঠান এবং লা লিগা থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে। বিবৃতিতে বলা হয়, এই তদন্ত কার্যক্রমে লা লিগা, স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ), বেটিং মার্কেট গ্লোবাল ইনভেস্টিগেশন সার্ভিসও সাহায্য করছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post