স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে সিরিজ শুরুর পর টানা দুটি দাপুটে জয় পেল পাকিস্তান। তাতে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয় ৬ উইকেটে। ডাবলিনে মঙ্গলবার ১৭৯ রানের লক্ষ্য ১৮ বল হাতে রেখে পেরিয়ে যায় তারা।
এই ম্যাচে আরও একটি রেকর্ড গড়লেন বাবর আজম। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলেন বাবর। তাতে বিরাট কোহলিকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ড গড়লেন তিনি। সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে কোহলির চেয়ে এক ইনিংস কম খেলে তাঁর এই কীর্তি ছুঁয়েছিলেন পাকিস্তান অধিনায়ক।
আইরিশদের ১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান টানা দ্বিতীয় ফিফটিতে ৩৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় করেন ৫৬ রান। আগের ম্যাচে শূন্য রানে ফেরা অধিনায়ক বাবর এবার ৫ ছক্কা ও ৬ চারে ৪২ বলে খেলেন ৭৫ রানের ইনিংস। আর এই ইনিংস খেলার সুবাদে রেকর্ড গড়েন তিনি। পাকিস্তানও পেয়ে যায় জয়ের ভিত। জয়ের বাকিটা সারেন আজম খান ও ইমাদ ওয়াসিম। টানা দুই ছক্কায় ম্যাচের ইতি টেনে ৬ বলে ১৮ রানে অপরাজিত থাকেন আজম।
এদিকে টি-টোয়েন্টিতে বাবর ৩৯তম ফিফটি পেয়েছেন। বাবর ইনিংস খেলেছেন ১১০টি। ৩৮ ফিফটি করা কোহলি ইনিংস খেলেছেন ১০৯টি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাবর সবচেয়ে বেশি ৮টি ফিফটি করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচও খেলেছেন সবচেয়ে বেশি—২৬টি। এরপর সর্বোচ্চ ৫টি করে ফিফটি করেছেন ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৪টি ফিফটি আছে ইংল্যান্ডের বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post