স্পোর্টস ডেস্কঃ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি লড়ছে ভারত ও শ্রীলঙ্কা। ত্রিভুনাথপুরে টস জিতে ব্যাট করতে নেমে পাহাড়সম সংগ্রহ পেয়েছে ভারত। নির্ধারিত ৫০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান। জিততে হলে প্রায় চারশ ছুঁইছুঁই লক্ষ্য টপকাতে হবে।
ভারতের এই রানের কারিগর বিরাট কোহলি ও শুভমান গিল। এর মধ্যে ১৬৬ রানের ঝড়ো এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন কোহলি। তার অনবদ্য ইনিংসটি সাজানো ছিল ১১০ বলে ১৩ বাউন্ডারি ও ৮ ছক্কায়। এই ইনিংসের শেষ ২৫ বলে ৬৬ রান করেন তিনি। ৩৪ বছর বয়সে এসেও দুর্দান্ত আর অবিশ্বাস্য এক কোহলিরই দেখ মিললো!
ক্যারিয়ারে এটি কোহলির ৪৬তম ওয়ানডে সেঞ্চুরি। এছাড়া ওয়ানডেতে যেকোনো দলের বিপক্ষে সর্বোচ্চ ১০ সেঞ্চুরির রেকর্ড এখন কোহলির। শ্রীলঙ্কার বিপক্ষে এক দিনের ক্রিকেটে এই তারকার দশম সেঞ্চুরি এটি। এর আগে যৌথভাবে শচীন টেন্ডুলকারের সাথে ৯ সেঞ্চুরি নিয়ে শীর্ষে ছিলেন। চলতি বছরের দ্বিতীয় এবং এই সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন কোহলি। সেঞ্চুরির বাইরে আরও একটি রেকর্ড আছে। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে এক ইনিংসে সর্বোচ্চ ৮ ছক্কা হাঁকিয়েছেন আজ।
কোহলি ছাড়াও রান পেয়েছেন শুভমান গিল। ৯৭ বলে ১৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেছেন ১১৬ রানের দারুণ ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারে গিলের দ্বিতীয় সেঞ্চুরি এটি। কোহলি ও গিল মিলে দ্বিতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়ে তুলেন। এরপর চতুর্থ উইকেটে ১০৮ রানের জুটি গড়েন কোহলি আর শ্রেয়ার আইয়ার। এর আগে উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও গিল তুলেন ৯৫ রান।
কোহলি-গিলের বাইরে ৪২ রান এসেছে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে। ৩৮ রান করেন শ্রেয়াস আইয়ার। ইনিংসের শেষ দশ ওভারে ১১৬ রান তুলে রানের পাহাড় গড়ে ভারত। লঙ্কান বোলারদের উপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছে ভারতের টপ অর্ডার।
শ্রীলঙ্কার হয়ে ১০ ওভারে ১ মেইডেনসন ৮১ রান খরচায় ২ উইকেট নিয়ে সেরা বোলার কাসুন রাজিথা। লাহিরু কুমারাও ২ উইকেট নিয়েছেন। তবে ১০ ওভারে ১ মেইডেনসন তিনি খরচ করেছেন ৮৭ রান। ৮ ওভারে ৫৮ রান খরচ করে ১ উইকেট চামিকা করুণারত্নের। কোনো উইকেট না পেলেও, ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০ ওভারে খরচ করেছেন ৫৪ রান। একমাত্র বোলার হিসেবে ছয়ের নিচে রাখতে পেরেছেন ইকোনোমি (৫.৪০)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post