স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডে নতুন মাইলফলক। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) তিন জন নারী বোর্ড পরিচালককে অন্তর্ভুক্ত করেছে। আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে সিডব্লিউআই বিষয়টি নিশ্চিত করেছে।
ডেব্রা কোরিয়াট-প্যাটন আবারও বোর্ডে ফিরেছেন। দায়িত্ব নিয়েছেন পরিচালকের। একইসাথে প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ডিয়ান ক্যাম্পবেল ও লুইস ভিক্টর-ফ্রেডেরিক। তাদের সবারই সাংগঠনিক দক্ষতা আছে বেশ এবং সবাই বেশ হাই প্রোফাইল স্ব-স্ব ক্ষেত্রে। লিঙ্গ বৈচিত্র্যের কারণে এই পদক্ষেপকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছে সিডব্লিউআই।
এদিকে তিন নারীর সাথে আবারও ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের স্বাধীন পরিচালকের দায়িত্ব পেয়েছেন হাল্লাম নিকোলস। এই চার বোর্ড পরিচালকেরই মেয়াদ এক বছর করে। ২০২৫ সালের মার্চে শেষ হবে সেই মেয়াদ।
Discussion about this post