স্পোর্টস ডেস্কঃ সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শিখর ধাওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের অবসরের খবরটি নিশ্চিত করেছেন তিনি। ৩৮ বছর বয়সী এই ব্যাটার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৪টি টেস্ট, ১৬৭টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০,৮৬৭ রান করেছেন।
ধাওয়ান দেশের হয়ে সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে। সেই ওয়ানডে সিরিজের পরই তিনি বাদ পড়েন। জাতীয় দলে তার জায়গা নিয়ে নেন তরুণ শুভমান গিল। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৮ আর সর্বশেষ টি-টোয়েন্টি ২০২১ সালে। শনিবার সকালে এক ভিডিওবার্তায় ধাওয়ান বলেন, ‘আমার একটাই লক্ষ্য ছিল- দেশের হয়ে খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। অনেককেই ধন্যবাদ জানাতে হবে। প্রথমত আমার পরিবার, আমার ছোটবেলার কোচ তারক সিংহ এবং মদন শর্মা। তাদের প্রশিক্ষণেই আমি ক্রিকেট শিখেছি। তারপর ধন্যবাদ দেব আমার সতীর্থদের, যাদের সঙ্গে আমি খেলেছি, একটা পরিবার পেয়েছি। সবার ভালোবাসা আর সমর্থন পেয়েছি। গল্পের বই পড়তে পড়তে যেরকম পাতা ওল্টাতে হয়, আমিও সেটাই করছি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’
ধাওয়ান আরও ধন্যবাদ জানিয়েছেন সমর্থক, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। তার ভাষায়, ‘দেশের হয়ে খেলতে পেরে আমি ধন্য। বিসিসিআই, ডিডিসিএ আমাকে সেই সুযোগ করে দিয়েছিল। সেই সঙ্গে পেয়েছি সমর্থকদের ভালোবাসা। নিজেকে বলতে চাই, দেশের হয়ে খেলতে পারবে না বলে দুঃখ পাওয়ার দরকার নেই। বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০