স্পোর্টস ডেস্ক:: প্রতি বছরের মতো এবারো ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ ২১ টি ক্রীড়া বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ভর্তি নিচ্ছে। বিকেএসপিতে ভর্তি হতে আগ্রহী সিলেট বিভাগের খেলোয়াড়দের আগামি ২৪ ডিসেম্বর বাছাইয়ে অংশ গ্রহণ করতে হবে।
সিলেটের খাদিমনগরের কল্লগ্রাম সংলগ্ন বাইপাস বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে বিভাগের বাছাই কার্যক্রম অনুষ্টিত হবে। আগ্রহী খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে
(https://bkspds.gov.bd/application/event/admission-2025) আবেদন ফরম পূরণ করতে হবে। এছাড়াও বাছাইয়ের দিন বিকেএসপিতেও রেজিষ্ট্রেশন করা যাবে।
বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সিলেটের উপ-পরিচালক মোঃ আখিনুর জামান জানান, সিলেট বিভাগের ভর্তির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে ২৪ ডিসেম্বর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ,সিলেটে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিকস, আর্চারি, সাঁতার ও ডাইভিং, কারাতে, কাবাডি, বক্সিং, জুডো, উশু, জিমন্যাস্টিকস, বাস্কেটবল, টেনিস, হকি, ভলিবল, তায়কোয়ান্দো, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াশ,
ভারোত্তলন ও ব্যাডমিন্টন এই ২১টি বিভাগে ভর্তির জন্য বাছাইয়ে অংশগ্রহণ করা যাবে। তবে বাছাইয়ে অংশ গ্রহণে ইচ্ছুকদের রেজিষ্ট্রেশনের পাশাপাশি ২০০ টাকা ফি জমা দিতে হবে।
বিকেএসপি কর্তৃপক্ষ জানিয়েছে, মেধাবী খেলোয়াড়দের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতি শিথিল যোগ্য। প্রয়োজনীয় সাপেক্ষে পিএসসি, জেএসসি, এসএসসির কাগজপত্র নিয়ে বাছাইয়ে যেতে হবে খেলোয়াড়দের। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের তিন দিনের ক্যাম্পে ডাকা হবে। পর্যায় ক্রমে বাছাই করে সেরাদের বিকেএসপিতে ভর্তির সুযোগ করে দেওয়া হবে।
শারীরিক ও ব্যবহারি পরীক্ষা পাশাপাশি খেলােয়াড়দের বসতে হবে শ্রেণী পরীক্ষায়ও। বাংলা, ইংরেজি ও গণিত এই তিন বিষয়ে পরীক্ষায় উত্তীর্ণরা সুযোগ পাবেন বিকেএসপিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম./নিপ্র/ডেস্ক/০০