নিজস্ব প্রতিবেদক:: এসএনপিস্পোর্টস২৪ডটকমের সিনিয়র রিপোর্টার আশিক উদ্দিনের পিতা মোঃ বশির আহমদ আর নেই। (ইন্না…রাজিউন)। সিলেটের জৈন্তাপুর উপজেলার উমনপুরগ্রামে নিজ বাড়িতে সোমবার ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম বশির উদ্দিন বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন।আগামিকাল মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।
এসএনপিস্পোর্টস২৪ডটকমের সিনিয়র রিপোর্টার আশিক উদ্দিনের পিতার মৃত্যুত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এসএনপিস্পোর্টস পরিবার। এসএনপিস্পোর্টসের সম্পাদক পাপলু দত্ত ও নির্বাহী সম্পাদক কাইয়ুম আল রনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০
Discussion about this post