স্পোর্টস ডেস্কঃ আর কটা দিন গেলেই অপরাজিত থাকার এক বছর হয়ে যেত বেয়ার লেভারকুসেনের। গত বছরের ২৮ মে হারের পর টানা ৫১ ম্যাচ ধরে অপরাজিত দলটি। জাবি আলোনসোর শিষ্যরা অবশেষে থামল, সেটাও ইউরোপা লিগের ফাইনালে। উজ্জীবিত আতালান্তা প্রথমার্ধেই করল জোড়া গোল, যে ধাক্কা আর সামলে উঠতে পারল না লেভারকুসেন। দুর্দান্ত এক হ্যাটট্রিকে নায়ক হয়ে উঠলেন অ্যাডেমোলা লোকমান। প্রথমবারের মতো ইউরোপা লিগ জিতল ইতালিয়ান ক্লাবটি।
ডাবলিনের আভিভা স্টেডিয়ামে বুধবার রাতের ফাইনালে ৩-০ গোলে জিতে দীর্ঘ ছয় দশকের শিরোপা খরা কাটিয়েছে আতালান্তা। ম্যাচজুড়ে একক নৈপুণ্যের দুর্দান্ত প্রদর্শনীতে হ্যাটট্রিক করেছেন আতালান্তার নাইজেরিয়ান উইঙ্গার লোকমান। লেভারকুসেনের প্রথম হারে খারাপ লাগলেও গর্বিত দলটির কোচ জাবি আলোন্সো। ম্যাচ শেষে স্প্যানিশ এই কোচ বলেছেন, ‘আতালান্তা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং ট্রফিটা তাদেরই প্রাপ্য। দিনটা আমাদের ছিল না। খারাপ লাগছে এই ভেবে যে এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই কি না এটা (হার) ঘটল! ৫২তম ম্যাচে এসে প্রথম হার স্বাভাবিক ব্যাপার নয়। আমরা যা অর্জন করেছি, সেটা ব্যতিক্রম এবং তাতে গর্বিত হওয়া উচিত। যদিও খারাপও লাগছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post