স্পোর্টস ডেস্কঃ ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। আতালান্তার বিপক্ষে ৩-০ গোলের বড় হার দেখেছে দলটি। এদিন চিরচেনা অলরেডদের খুঁজেই পাওয়া যায় নি ম্যাচে। হারের পর নিজেদের দোষের কথা অকপটেই স্বীকার করেছেন লিভারপুলের কোচ ইয়ূর্গেন ক্লপ।
কোনো অজুহাত না দিয়ে দল যে বাজে ম্যাচ খেলেছে, সেটি জানিয়েছেন নিজেই। ক্লপের মতে খুবই বাজে ম্যাচ ছিল এটি। নিজেই বিশ্বাস করতে পারছেন না, এত বাজে ম্যাচ খেলেছেন যে তারা। দল শুরুটা ভালো করলেও, পরবর্তীতে সেটা ধরে রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ক্লপ।
লিভারপুল কোচ বলেন, ‘খুবই বাজে একটি ম্যাচ ছিল। ওহ মাই গড! সত্যিই বাজে খেলেছি। শুরুটা ভালোই করেছিলাম আমরা, অনেক ভালো। কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। তারা গোল করার আগেই আমরা খেই হারিয়ে ফেলি। সব জায়গায় ছিলাম আমরা, কিন্তু কোথাও যেন ছিলাম না।’
Discussion about this post