নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগ টি-২০’র ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা মেট্রো। পয়েন্ট টেবিলে শীর্ষ দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে ৩৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। প্রথম কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে হেরেছিলো তারা। মঙ্গলবার সেই রংপুরের বিপক্ষেই ফাইনাল খেলবে মেট্রো।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা ঢাকা মেট্রো ১১৯ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা খুলনা এই অল্প রানও টপকাতে পারেনি। গুটিয়ে যায় মাত্র ৮১ রানে।
টস হেরে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো অধিনায়ক নাঈম শেখের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১১৯ রান তুলে। ছয় চার ও এক ছক্কায় ৫৩ বলে ৫৭ রান করেন নাঈম শেখ। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন শহীদুল ইসলাম। ১৯ বলের ইনিংসে একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়া ১৪ রান করেছেন ইরফানুজ্জামান।
খুলনার হয়ে মাসুম খান টুটুল, পারভেজ জীবন ও শেখ মেহদী হাসান রানা দু’টি করে উইকেট লাভ করেন।
১২০ রানের টার্গেটে ব্যাট করতে নামা খুলনা মেট্রোর দুর্দান্ত বোলিংয়ে ১৭.৪ ওভারে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায়। অধিনায়ক নুরুল হাসান সোহান ইনিংস সর্বোচ্চ ২২ রান করেছেন ১৮ বলে। দুই চার ও এক ছক্কার মার ছিলো তার ব্যাটে। ১৬ রান করে সংগ্রহজ করেছেন মাছুম খান টুটুল ও এনামুল হক বিজয়। ১৫ রান করেছেন শেখ পারভেজ জীবন।
ঢাকা মেট্রোর হয়ে মোসাদ্দেক হোসেন তিনটি, মারুফ মির্দা ও রাকিবুল হাসান দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০