স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন হ্যারি ব্রুক। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসর শুরুর আগ মূহুর্তে তিনি নিজের নাম উঠিয়ে নিয়েছেন টুর্নামেন্ট থেকে। মূলত পরিবারের একজন সদস্যের মৃত্যুর ঘটনায়, আসর থেকে ব্রুক সরে দাঁড়িয়েছেন। নিলাম থেকে ৪ কোটি রুপিতে ব্রুককে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস।
দলটি এবার হ্যারি ব্রুকের বদলি ক্রিকেটার নিয়েছে। আইপিএলে ব্রুকের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন লিজাড উইলিয়ামস। একজন ব্যাটারের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার এই পেসারকে দলে নিয়েছে দিল্লি। নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি ছিল উইলিয়ামসের। আর সেই মূল্যেই তাকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারই প্রথম আইপিএলে খেলবেন উইলিয়ামস।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ২ টেস্ট, ৪ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উইলিয়ামস। সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দলেও ছিলেন। বাংলাদেশের বিপক্ষে একটি মাত্র ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮৩ ম্যাচ খেলে শিকার করেছেন ১০৬ উইকেট। নিজ দেশের এস টোয়েন্টি লিগে জোবার্গ সুপার কিংসের হয়ে ১৫ উইকেট শিকার করেছেন উইলিয়ামস।
আইপিএলে এখন পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেনি দিল্লি। পাঁচ ম্যাচ খেলে ৪টিতেই হেরেছে ঋষভ পন্তের দল। দুই পয়েন্ট নিয়ে এখন টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে ক্যাপিটালস শিবির।
Discussion about this post