নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে কোচের দায়িত্বে আছেন খালেন মাহমুদ সুজন। এর আগেও বিপিএলের ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির কোচের দায়িত্ব সামলেছেন সাবেক এই ক্রিকেটার। এবারের আসরে খুলনা টাইগার্সের প্রধান কোচ তিনি।
বিপিএলের এবারের আসর শুরুর আগেই অব্যবস্থাপনার একাধিক কারণ সামনে এসেছে। খুলনার কোচ সুজন অকপটেই স্বীকার করলেন, তিনি এখনকার সময়ের বিদেশি খেলোয়াড়দের মতো হলে বিপিএল না খেলে আইপিএলের দিকেই যেতেন। মূলত মানের দিক থেকে বিপিএলের দিন দিন অবনমন হচ্ছে।
এবার বিপিএল চলাকালীন সময়ে দক্ষিণ আফ্রিকায় এসএ-২০ ও আরব আমিরাতে চলবে আইএলটি-২০ লিগ। বিপিএলকে ফেলে ওই দুই লিগকে বেছে নিয়েছেন অনেক তারকা ক্রিকেটার। বিপিএল থেকে আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা কম থাকায় ক্রিকেটাররা ওই দুই লিগকেই বেছে নিয়েছেন।
৮ আসর পেরিয়ে গেলেও চোখে পড়েনি বিপিএলের উন্নতির ছাপ। সুজন বলেন, ‘আইপিএলের পর আমরা ছিলাম। কিন্তু সবাই হয়তো ছাড়িয়ে গেছে। অনেকেই হয়তো ভালো করছে। এটাও সত্য কথা যে, আমাদের ফ্রাঞ্চাইজি যারা আসছে এটা ওপেন (বিদেশী) করার পরও ড্রাফট থেকে খুব ভালো খেলোয়াড় আমরা পাইনি।’
ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ হওয়ায় বিপিএল পিছিয়ে পড়েছে বলেও মন্তব্য করেন সুজন। তিনি বলেন, ‘আইপিএলের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই। আমি খেলোয়াড় হলে আমিও বিপিএল না খেলে আইপিএলে যেতাম, এটা খুবই স্বাভাবিক। এটার কারণেই আমরা একটু পিছিয়ে যাচ্ছি। ভারতের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post